আমার প্রেমের পাত্র খানি
দিয়েছি ভরে কানায় কানায়,
তোমার লাগি বসে আছি
রেখেছি দুয়ার আলগা করে।
আশায় আশায় দিন যে কাটে
আশা তবু নাই ফুরায়,
তোমার লাগি বসে বসে
চক্ষু মোর ঘুমেতে জড়ায়।
তন্দ্রাচ্ছন্ন মোহে
কখন যে হয়েছি মোহিত
পারিনি বুঝিতে
তোমার আশা যাওয়া,
তন্দ্রা ছিঁড়ে জেগে দেখি,
আশা যাওয়ার চিহ্ন খানি।
গভীর বেদনা বক্ষে নিয়ে,
তোমার চিহ্ন জড়িয়ে ধরে,
অশ্রু মোর গড়িয়ে পড়ে
নয়ন যুগল হতে।