[কবিতার প্রেক্ষাপট – কাজলাগড় হাই স্কুল হল পূর্ব মেদিনীপুরের একটি পরিচিত স্কুল। এই স্থানের সঙ্গে যেমন নাট্যকার দ্বিজেন্দ্র লাল রায়ের নাম যুক্ত তেমন এর সঙ্গে যুক্ত রয়েছে কাজলা দীঘির কাজল জলের ইতিহাস।পূর্বে এই স্কুলের নাম ও গৌরব হীরের মতো উজ্জ্বল থাকলেও কালের নিয়মে ও আধুনিক সামাজিক রীতি র পরিবর্তনে সমাজের সকল স্তরের মতো তা নিষ্প্রভ হচ্ছিল। নানা লোকে নানান সমালোচনা করতেও ছাড়েনি। সম্প্রতি পশ্চিম বঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।এর সম্ভাব্য মেধা তালিকায় এই স্কুলের ছাত্রী সায়নী মহাপাত্র রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে।এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রাণের স্কুলকে নিয়ে লেখা এই কবিতা]
আজি নূতন রতনে
ভরিয়ে দাও
তোমার অঙ্গ খানি,
আসুক হেথায় কাঞ্চন মনি
বাড়ুক তোমার গৌরব,
পতাকা উড়ুক গগন পানে
তোমার জয় গৌরবে।
বিশ্ব আসুক চরণে তোমার
লুটায়ে থাকুক ধূলিকা পরে
মলিন বসন রিক্ত করি,
জাগায় তুমি শ্যামল করে
তোমার নিশান উড়ুক আজি
অভ্র ভেদী গগন চুমে।