দুঃখ কেবল চির দিন মাটির কাছা কাছি
থাকে যারা মাটি লয়ে ভালোবেসে তারে,
ঊষার আগে গোধূলি শেষে
খাটে যারা কষ্ট করে
তাদের চোখে জল কেবল
বড়ো লোকেরা ফুর্তি করে।
সংসারে যার নেইকো অভাব
ছেলে মেয়েরা গাড়িতে চড়ে
টানা টানি র সংসারে আজ
চাষির ঘরে ঝগড়া চলে।
পাষাণ বুকে দীর্ঘ শ্বাস
চাষী করে সুখের আশ
রাতে তারা চোখের জলে
সান্ত্বনা দেয় বুক চেপে।
দিন কাল সব বদ্লেছে আজ
হয়তো সচ্ছল একটু খানি
তবুও তাদের অপূর্ণ স্বাদ
রমণী তার আজও দুখী।
এদের কথা ভাবে না কেউ
ভাবার ভান করে সবাই
আসলে এরা ধনী হলে
গণতন্ত্র বিপন্ন হবে।