নিভৃতে প্রিয়, দেখা হল দোঁহে
প্রাণের ভিতর গোপন প্রেম
জাগিল আবার নতুন হরষে
পুরাতন আবেগ লয়ে।
কত দিন পর আবার দেখা
চোখের কোনে জলের রেখা
অব্যক্ত বেদন হাঁসি তে মাখা
অপলক নয়নে।
নয়নের জল টলমল করে
মুখে কোন কথা নাহি ফোটে
আঁখি হতে কেবল নয়ন গলে
ঝাপসা চোখে বিরহ প্রণয়ে।
কৈশোরের প্রেম আজও রাঙায়
বসন্ত রাগে তপ্ত কাঞ্চনে
গভীর ক্ষত এখন বুকে
ব্যথা হয়ে মরমে মারে,
অশ্রু বারি আঁখি তে থাক
প্রেম থাকুক হৃদয়ে,
ব্যথা যদি না থাকে প্রিয়
তোমায় কি এত লাগতো ভালো?