বড্ড একা লাগে এ জীবনে,
বড্ড একা!
সংসার চিত্র নাট্যের প্রেক্ষাপটে
সবই মজুত, সবই ঠাসা
তবুও যেন একা লাগে
প্রচণ্ড রকম একা।
জন্ম মৃত্যুর মাঝখানে
রঙ্গ মঞ্চে র ময়দানে,
চেষ্টা করি মন যোগাতে
দর্শক রা যেমন টা চায়,
কেউ কখনো দেখেনা বুঝে
মঞ্চে র লোকটা কি চায়।
ভাবছ তুমি, আছি বেশ
রঙ মেখে সং সেজে,
তুমি কি আর বুঝবে ওসব
জামার নিচের ব্যথার রেশ।
যতই তুমি থাক দোকা
আসলে তুমি বড্ড একা,
কষ্ট গুলি শুধু রাখ চেপে
দর্শক রা যেন কিছু না বোঝে।