বিবেক !
নামক নামক মনটি যেন কিছু
মানুষের কাছে হারিয়ে গেছে,
যদিও আছে তবু তার ব্যবহার
কোথায় আছে?
স্বার্থে ঢেকে গেছে পৃথিবী
চলছে ষড়যন্ত্র,
দিন দিন হারিয়ে যায়
ভালোবাসার মূলমন্ত্র ।
যেন সবাই পর
কেউ নেই আপন,
বড়দের প্রতি নেই আজ
শ্রদ্ধা জ্ঞাপন ।
কিছু স্কুল শিক্ষক আজ
ধর্ষক, বেইমান ,
তারা না মানুষ গড়ার কারিগর?
কোথায় তাদের বিবেকের প্রতিদান?
মালিক,শোষণ করছে শ্রমিক
খাচ্ছে শ্রমিকের রক্ত।
কিন্তু শ্রমিকের বিবেক আছে
তবুও তারা মালিকের ভক্ত ।
আজও, এখনও
অনেক মানুষের বিবেক আছে
যারা সমাজের ভালো চায় ,
একদিন ধন্য হবে পৃথিবী
এই মহামানুষেদের চেষ্টায়।