আজি নির্জনে , তন্দ্রা স্বপনে
দেখিয়াছি তব মুখ,
তোমারে দেখিয়া, নিজেরে কাঁদিয়া
পাইয়াছি মহাসুখ।

আমারে ছাড়িয়া, দূরদেশে গিয়া
হইয়াছ অপর জায়া,
জাগিয়া উঠিল, তবু কেন বল ?
মোর হৃদয়েতে মায়া।

তুমি বিহনে , স্বপন কাননে
কেহ নাহি মোর আপন ,
প্রভাতে উঠিয়া , ধরিয়া রাখিব
নিশির আপন স্বপন ।

কাঁদিলা অন্তর, কাঁদিলা বাহির
প্রকৃতি আজিকে ম্লান,
মিলিব দুজনে , পরের জনমে
তোমারে সঁপিব প্রাণ ।