তোর কাপড়ের লাল ছোপ ছোপ দাগ
এখনো বোঝা যাচ্ছে ,
সারা শরীরে নখের আঁচড়
স্পষ্ট দেখা যায় ,
তুই কি গত রাত্রের ধর্ষিতা ?
না টাকার বিনিময়ে বিক্রি হওয়া
আনন্দের পুতুল ?
যাই হোক্! ওরা তোকে ছাড়েনি ,
হায়রে ! অভাব ! আর কতকাল ?
আর কতদিন ?
দু-মুঠো খাবারের আশায়
এরা এভাবে বিক্রি হ'তে থাকবে ?
দিনের আলোতে ওরাই আবার তোকে
বেশ্যা বলে ডাকবে ।
লজ্জা নিবারণের বস্ত্র ওরা দিতে জানে না
ওরা লজ্জা লুঠ করতে জানে,
পেটের খাবার দিতে না পারলেও
নেশার ঘোরে জন্মানো ফসল
পেটের বাচ্চা নষ্ট করতে জানে ।
লজ্জাহীন সমাজে ভদ্রলোক সেজে
বাঁচতে ইচ্ছা করে না আর ,
যেখানে টাকার বিনিময়ে সব কেনা যায়
সেখানে সভ্যতা ছারখার ।