আজ ছয় সাত মাস হয়ে গেল
খোকার ফোন তো কই আর আসে না !
খোকা আমার কেমন আছে লণ্ডনে ?
আর নাতিটা কি করছে কে জানে ?
বৌমার শরীরের কথা ভেবে
ঘুম যে আর আমার আসে না .........
আজ ছয় সাত মাস হয়ে গেল
খোকার ফোন তো কই আর আসে না !

বেশ তো খোকা ফোন করত
বিয়ের আগে আগে,
এখন, হয়ত খোকা ঘুমিয়ে পড়ে
অফিসে রাত্রি অনেক জাগে ।
ক্লান্ত হয়ে পায় না সময়
তাই আর ভালো লাগে না .........
আজ ছয় সাত মাস হয়ে গেল
খোকার ফোন তো কই আর আসে না !

বৌমাও তো বলেছিল করব তোমায় ফোন
তবে আমি এখন ভালো আছি রে মা ।
জানিস তোদের কথা ভেবে ভেবেই
আমার টিকছে না আর মন।
তাই কেমন আছ একটু জানাও
আমি আর কিছু যে আর চাই না .......
আজ ছয় সাত মাস হয়ে গেল
খোকার ফোন তো কই আর আসে না !

নাতির দুষ্টুমি টা বেড়েছে হয়ত ,
জানি বৌমা তোমার বেড়েছে কষ্ট ।
খোকার আবার সয় না খিদে
জানিনা খোকা করছে কি যে ?
তবে সাবধানেতে থেকো তোমরা
যেনো কোন বিপদ হয় না ... .. 
আজ ছয় সাত মাস হয়ে গেল
খোকার ফোন তো কই আর আসে না !

খারাপ ভেবে ফোন টা আমার,
গিয়েছিলাম দোকানে একবার ।
মিস্ত্রি মশাই বলল দেখে
ফোনের হয়নি কিছু সব ঠিকই আছে ।
তবে কেন আছিস বসে ?
তোর মাকে কি মনে পড়ে না ?
আজ ছয় সাত মাস হয়ে গেল
খোকার ফোন তো কই আর আসে না !