ঐ নীল আকাশের দিকে তাকিয়ে
কিছু প্রশ্ন করে যায় ,
তুমি কি প্রস্তুত
উত্তর দেবে আমায় ..... ?
তবে বল হে নীল আকাশ
তোমার শূন্যতা কেন এনে দিলে এই ধরাতলে ?
চারিদিকে শুধু হাহাকার
মানুষ পুড়ছে কেন হিংসার দাবানলে ?
কত শত মানুষের কেড়ে নাও প্রাণ ,
কেন ...?
শ্রমিকের রক্তে কর তুমি স্নান ?
দুধের শিশু আজ ,বয়স তো ছয়
শ্রমিক নামতে কেন
সমাজেতে রয়।
শিক্ষিত যুবসমাজ আজ
দুটি ভাতের জন্য ,
অশিক্ষিত মালিকের পদতলে
করজোড়ে নগণ্য ।
শিশু কন্যা কিম্বা আশি বয়সি বৃদ্ধা
এই মানবতার ধরাতলে
কেন ধর্ষিতা হয়ে পুড়ছে
হিংসার দাবানলে ?
জানি , তোমার কাছে কোন উত্তর নাই ..
তাই জোর গলায় বলছি ......
জবাব দাও...? জবাব চাই ..........?