আমি চাইনি এ হতচ্ছাড়া সমাজ
আমি শুধু চেয়েছিলাম খোলা আকাশ ,
চাইনি এয়ারকন্ডিশান
চেয়েছিলাম শুধু মুক্ত বাতাস ।

বন্দুকের দাবানলের শিহরণ
কাঁপিয়ে দেয় বুক,
আমাকে  শুধু বাঁচতে দাও
আমি চাই না এমন সুখ।

রঙ্ পেনসিলের্ তুলিটা হারিয়ে গেছে
রেখে গেছে লাল রঙ্,
এটা তো শুধু রক্ত
আর চাই না সাজতে সঙ্।

তোমাদের লক্ষ্য পূরণের তাগিদে
                    তোমরা আমাকে চাও ,
আমি চাই না আর আধুনিকতা
শুধু আমাকে আমার মত বাঁচতে দাও।