কেউ ভালোবাসা , কেউ ঘৃণা
অথবা কেউ অবহেলা নিয়ে সংসার বাঁধে ,
সুখি তো সকলেই হতে চায় ।
ঠিক কাঁচের বোতলের মতো
কেউ টিকে থাকে , কেউ ভেঙে যায় ।
আস্তাকুঁড়ে থেকে খাবার কুড়িয়ে খাওয়া
মানুষটিও স্বপ্ন দেখে ।
হয়ত বা একদিন পেট পুরে খেতে পাবে।
প্রতিটা বৃষ্টি কণাও তো
দেবতার চরণে আছড়ে পড়তে চায় ,
কেউ সফলতা পায় ,
আবার কেউ মাঝ আকাশে হারিয়ে যায় ।
এ বড় অদ্ভুত এক প্রাকৃতিক নিয়মের ধারা
সবার জন্য বুঝি সবকিছু নয় ,
সাদা-কালো , আলো-আঁধারে ভরা এ পৃথিবী
তুমি দেখো গভীর চোখে,আমি দেখি হাস্যময় ।