গামছা !
সবার দেহের জল মুছে দেয় ,
শরীরের অব্যাবহার্য জল শুষে নিয়ে
অসুখের হাত থেকে বাঁচায় ।
সময়ের অবকাশে গামছা টা
শুকিয়ে যায় ততক্ষণে ,
আমরা আবার ব্যবহার করে
তাকে নিজেদের প্রয়োজনে ।
কিন্তু .. আমরা কেউ সেই
গামছার কথা ভাবিনি ,
যে অপর কে বাঁচিয়ে
ক্ষয় করে নিজের জীবনী।
তাই বলি গামছাকে একটু
যত্ন করতে শিখুন ,
গামছার করুণ মুখটির দিকে
একবার তাকিয়ে দেখুন ।
আমরা সমাজের মানুষ
আমরাই তো সমাজের গামছা,
আমরা একটু যত্ন চাই
আর চাই ভালোবাসা ।