গোটা কুড়ি বইখাতা আজ
দিলাম শিশুর ঘাড়ে ,
লুটিয়ে পড়ছে ছোট্ট শিশু
স্কুলের ব্যাগের ভারে।
গোটা সাতেক গৃহশিক্ষক
আর কি দেবো ভাই ?
সময় পেলে আমিও একটু
ছেলেটাকে পড়াই ।
খেলার মাঠে যাবে কখন ?
সময় কোথায় পাবে ?
বিকেল পাঁচটাই ছেলে আমার
কম্পিউটার ক্লাসে যাবে।
পুতুল খেলা চলে না আর
ওসব পুরনো দিনের কথা ,
ইংলিশ স্কুলে পড়বে ছেলে
তাই সময় নেই অযথা ।
বাংলা সাহিত্য, বাংলা ভাষা
আর শিখে লাভ নাই ,
বাঙালি হলেও ইংলিশ শেখো
সাহেব হওয়া চাই ।
বিপন্ন শৈশব ,তো কি হয়েছে
সময় নেই ভাবার ,
বড় হ'লে হতেই হবে
ওকে যে ডাক্তার ।