কফিনে ভরা মৃতদেহটি বলে গেল
অহংকারের পতন আছে !
অমাবস্যার চাঁদ দেখিয়ে দিল
জীবনে আঁধার নেমে আসা অবশ্যম্ভাবি।
জোয়ার আর ভাটা একে অপরকে দোষ দেয়,
নিজেকে জাহির করার চেষ্টায় লড়াইয়ে পর
একসময় দুজনেই অদৃশ্য হয়ে যায়।
আমি সেরকম একটা আশা নিয়ে বসে থাকি
জীবন , যৌবন , জ্বরা , মৃত্যু
কে যেন কখন ডাকে ?
আমি সেরকম একটা আশা নিয়ে বসে থাকি
গন্তব্যস্থল পৌঁছে গেলেই .....
সাদা চাদরে কখন আমায় ঢাকে !