গ্রীষ্মের দুপুরে,
      ঘামে ভেজা শরীরের মতোই
ছট ফট করছিল মনটাও না কতই
মনের জানলা খুলে বারংবার উঁকি মেরে
তোমার স্মৃতিচারন, কল্পনা তোমায় ঘিরে।
একটা দমকা হওয়ার আশায় বসে বসে
হতাশ হয়ে জানলা বন্ধ করলাম অবশেষে।
যেভাবে হতাশ হয়েছিলাম তোমায় দেখতে চেয়ে
আর দেখেছিলাম ঐ শূন্য রাস্তার দিকে চেয়ে চেয়ে।

আকাশ কালো হয়ে এলো
কালবৈশাখীর ঘন মেঘে।
হয়তো ঝড় এলো
নোনা জলের শরীরে শীতল বাতাস মেখে।
কবিতার খাতা খুলে বসে কালো মেঘের অন্তরালে,
কিছুতেই মিলাতে পারলাম না ছন্দে, তালে।
হঠাৎ,
কালবৈশাখীর ঝড়ো হওয়া উড়িয়ে নিয়ে গেল
আমার কবিতার পাতা গুলো।
নিম্নচাপের এই কোলাহলে,
আমার ভাবনা খানি আজ উড়ন্ত ধুলো।
তোমার ভাবনা বৃষ্টির প্রথম ফোঁটার মতো
মিলিয়ে গেল আমার মনের শুস্ক বেলে মাটিতে।
চোখের জলের মতোই তোমায় লুকিয়ে নিলাম
মনের গভীরে জমা তলানিতে।

তবে বৃষ্টি ভেজা মাটির মৃদু গন্ধ
ভেসে বেড়াবে আরো খানিক্ষন।
মনে করাবে তোমার অস্তিত্ব
আর সেই ভালোলাগা, আরো কিছুক্ষণ।