তোমার সাথে আমার দেখা হয়নি কখনো কোন পথঘাটে ,রাস্তায়; অচেনা হাজারো পথিকের মাঝে ;দেখা হয়নি আমাদের খুশির কোন দিনে ,হয়নি দেখা ফাল্গুন - নববর্ষে
তোমার সাথে আমার দেখা হয়নি কখনো কোন রেস্তোরায় ,বইমেলায় -মন খারাপের নিয়নের রাতে,হয়নি দেখা কোন ফেরিঘাট- বন্দরে;
দেখা হয়নি চৈত্রের দুপুরে তোমার ক্লান্তি ;
তোমার সাথে আমার কখনো বসে ভাত খাওয়া হয়নি ,জিজ্ঞেস করতে পারি নি কি দিয়ে খেতে ভালোবাসো - দিতে পারিনি কখনো হাসনুহেনা লাল-নীল কাচের চুড়ি ;একা থাকতে থাকতে আমি তোমার ছায়াকেও হারিয়ে ফেলেছি ;তবু তোমার সাথে আমার দেখা হয়না শহরে - ছায়াঢাকা কোন গ্রামে ;
তোমার সাথে কি আমার দেখা হবে আমি মরে গেলে ; হাজারবছর পর কি তোমার চুলে আমার জন্ম হবে ? -