তোমরা কেউ তাকে ভোরবেলা দেখোনি,
সুর্যের ঘুম ভাঙ্গার আগে ;
আমি তার পাশ দিয়ে হেটে গিয়েছিলাম
তাতেই বুকের ভেতর জমে উঠেছে মেঘ-নগরী
মেসোপটেমিয়া ;
মনে হতো ,রৌদ্দুর এসে পড়ছে গায়ে আর
এদিক সেদিকে গড়িয়ে পড়ছে.
ডিসেম্বারের শব্দরা কি পাশে এসে বসবে আমার?
যেখান থেকে সব কিছু অল্প আলোর মতো ঝাপসা ;
আমি রঙ্গিন থেকে সাদাকালো বেশি ভালোবাসি,
আমি ক্রমশ দুরত্ত চেয়ে যাওয়া শরীর ।
চলে যাওয়া নিয়ে;
আমার কোন মাথাব্যাথা নেই ,
আছে রক্তে -মাংশে অগাথ দুরত্তের নেশা
বিংশ শতাব্দীর নোংরা ময়লা সভ্যতায় জানতে ইচ্ছে করে ,কোথায় ফুটে আছে দরদেভরা জবা ?