বিস্তৃর্ণ অন্ধকার ভেদ করে এসেছি
স্বচ্ছতার খোঁজে,
স্বচ্ছতা নেই মাতৃত্বে
স্বচ্ছতা নেই পিতৃত্বে
স্বচ্ছতা নেই জন্মে।
স্বচ্ছতা নেই বন্ধুত্বে
স্বচ্ছতা নেই নেতৃত্বে
স্বচ্ছতা নেই  খাদ্যে।
স্বচ্ছতা নেই জলে
স্বচ্ছতা নেই মলে
স্বচ্ছতা নেই বিবাহে।
স্বচ্ছতা নেই চিত্তে
স্বচ্ছতা নেই বিত্তে
স্বচ্ছতা নেই  দাম্পত্যে।
স্বচ্ছতা নেই ধর্মে
স্বচ্ছতা নেই কর্মে
স্বচ্ছতা নেই  সম্পর্কে।
স্বচ্ছতা নেই শিক্ষায়
স্বচ্ছতা নেই ভিক্ষায়
স্বচ্ছতা নেই ইতিহাসে।
স্বচ্ছতা নেই রাজনীতিতে
স্বচ্ছতা নেই অর্থনীতিতে
স্বচ্ছতা নেই পরিবারে।
স্বচ্ছতা নেই সাংস্কৃতিতে
স্বচ্ছতা নেই নীতিতে
স্বচ্ছতা নেই মূল্যবোধে।
স্বচ্ছতা নেই আয়নায়
স্বচ্ছতা নেই চেতনায়
কোথায় হারিয়ে গেল
স্বচ্ছতা সেই; আজ আর নেই।
ধিক আমাদের
হিংসা-লোভ-মিথ্যার ভাইরাসে
স্বচ্ছতার সূর্য যেন অস্তমিত
চলে গেছে না ফেরার দেশে।