তখনো সদ্য বিকেলের রোদ ধরে আছে আকাশের কোণ
আঁধারের কালো ছায়া দিগন্ত জড়িয়ে ঠিক নামেনি তখনো,
এখানে ওখানে ওরা এলোমেলো বসে ছিল হাত পা ছড়িয়ে
বাতাসে হিমের ছোঁয়া হেমন্তের ধানকাটা মৌসুম পেরিয়ে ।
ওদের দু'চোখে আগুনের হলকা,কণ্ঠেও বারুদ প্রচুর
সে আগুনে পুড়েছে নীরবে নবান্নের একেলা দুপুর,
একটাই বিড়ি এ'হাতে ও'হাতে ঘুরে একমনে পুড়ে
সবারই মুখে গাঢ় চিন্তার ছাপ,চোখেতে অধরা স্বপ্ন ওড়ে ।
ওরা শুধু দেশের জন্যে ভাবে,নিজেদের ভবিষ্যৎ নয়
পঁচা রাজনীতির পুরনো ধারায় ওদের কৈশোর হয়েছে ক্ষয়,
ওরা এও জানে কেঊই ভাবে না আর ওদের জীবন নিয়ে
বায়ান্নয় ভাষা,একাত্তরে স্বাধীনতা যারা এনেছে রক্ত দিয়ে।
বুকের রক্তে বারুদ জ্বলে ওঠে,বিবেকের দংশন আর সয় না
এদেশের মাটিতে আবারো হিংস্র হায়েনার নির্ল্লজ্জ আনাগোণা
আঁধারে ছেয়ে যায় শ্যামল বাংলা,মুখোশে ঢাকা নেতার মুখ
ওরা তবু দিন গুণে যায়,স্বপ্ন ছুঁয়ে থাকে ওদের বিষন্ন চিবুক ।