ধীরে ধীরে জমছে বালি চোখের ভেতর,
আসে না ঘুম আমার যে আর আগের মতন।
স্বপ্নগুলো ছিটকে পরে ভেঙ্গে চৌচির,
অপেক্ষাতে, অপেক্ষাতে… আমার হাসি।
শীতের রাতে হাড্ডিসার এ ঠাণ্ডা হাওয়া,
হয়না আমার আগের মত কিছুই পাওয়া।
মধ্যরাতে জাপটে ধরে কাল ছায়া,
কবিতার শব্দ গুলোর পালিয়ে যাওয়া।
হাতের মুঠোয় কোমল কোন হাত যে খুঁজি,
জরের ঘোরে কপালটাতে স্পর্শ খুঁজি।
কান্না ভেজা চোখে কেউ আজ দেয় না রুমাল,
সবার জন্য আমি তবু, কেউ নয় আমার।
কোথায় তুমি? কোথায় তুমি? কোথায় তুমি?
যাচ্ছে চলে সবকিছু আজ অনেক দূরে,
যাচ্ছে সময়, যাচ্ছে জীবন, যাচ্ছে সরে।
শেষ বিকেলের ছবিটাতেও একাই আমি,
একা একাই দেখবে আকাশ চোখের পানি।
নতুন রুপে সাজছে যে আজ পুরান অসুখ,
আমার কি আর হবেনা দেখা তোমার সে মুখ?
গানটা শেষে আমার চাওয়া একটু খানি
খোলা চোখের শেষ দৃশ্যে তোমার হাসি…”
কোথায় তুমি? কোথায় তুমি? কোথায় তুমি?