আমার নির্বাক চোখে তুমি....
আমি তাকিয়ে রই, নীল আদিগন্ত
মানুষ ভরা খোলা প্রান্তরে,
আর চেয়ে দেখি, তোর
খোলা চুলে
ভেসে যায় আমারি স্বপ্নগুলো
নিশ্চুপ আধারে ।
তুই উড়িয়ে যা তোর ফানুস, যত
ইচ্ছে সাজা মেঘমালা
তুই চেয়ে দেখ কত মানুষ,
পথে নেমে ভুলে যা কষ্ট
তুই উড়িয়ে যা তোর ফানুস,
তুই বেঁচে থাক
নিয়ে আশা
তুই দেখ তোরি মত মানুষ,
তুই গেয়ে যা তারই ভাষায়
আমি তাকিয়ে রই
খোলা প্রান্তরে, তুই যা,
যা ভুলে যা সবই ।
উড়তে কি পারো বন্ধু আমার?
ধরতে কি পারো তুমি মেঘের জল?
গাইতে কি পারো তুমি আমার
গান?
নির্বাক চোখে আমি চেয়ে দেখি
শুধুই তোমায়..