পুরানো সেই পথ
পুরানো সেই স্মৃতি...
আজ আর নেই সেই আগের মত
গ্রাম বাংলার সেই মেঠো পথ ধরে ...
দূর হতে বহু দূরে ...
আওলা কেশ আর বাওলা বেশে
মনের আনন্দে,
তোমারি কথা ভেবে ভেবে
সময় করেছি পার।।
আজ তুমি আছ অনেক দূরে
সবকিছুকে স্মৃতি করে।
যখনই থাকি একা
হাজারো স্মৃতি আমায় দেয় যে দেখা,
আর, পুরানো সেই সব স্মৃতির পথ থেকে
না যায় ফেরা।।
যান কি...
আমার হৃদয়ে
আজও জীবিত আছে সেই ভালোবাসার স্মৃতি,
মরে নি আর কখনও সেটা মরবেও না...
হয়তো তার আগে আমার মরণ হবে
কিন্তু অমর থাকবে তোমার আর আমার সেই
কিছু স্মৃতি জড়িত ভালোবাসা।।
শুধু একটি কথায় জানতে চায়
আজ আমি তোমার নিকট...
কখনো কি বেসেছিলে মন থেকে ভালো আমায়...?
আজ সবই স্মৃতি,
শুধুই কিছু স্মৃতি।।