আমি এখন আর আত্নাক্ষয় করে অধরাকে খুঁজিনা
হাটিনা নদীর পাড়ে, মাঠে ঘাটে
মেঘের ছায়ায়, ছুটে চলিনা এন্ন উপত্যকায়
জড়াতে চায়না স্বপ্ন মায়াজালে
কিংবা কোন অলীক কল্পনায়
মনোমুগ্ধকর কিংবা কল্পনার মায়াজাল ছেড়ে
হাটতে চাই প্রানবন্ত পৃথিবীতে
আমি অনুভব করি
লাবন্য, নন্দিনী যামিনীর রক্ষধারায় বইছে
অধরার অস্তিত্ব
ডিএনএ পরীক্ষা করলেই সত্যতা মিলবে।
আমার কাছে কল্পনা, স্বপ্ন হলো বুনো হরিণ
ঠিক ছায়ার মতো, তোমার মত
সারা বনময় দাপিয়ে বেড়ালেও পাবনা
তোমাকে খুঁজতে গিয়ে ক্ষয় করেছিলাম আত্মাকে
হারিয়ে ফেলেছিলাম নিজের অস্তিত্বকে
অধরা, তোমার গুপ্ত স্বত্বা মুক্ত করার
বৃথা চেষ্টা করবোনা
জানি, যদি করতে চাই
উড়ে যাবে আমার জীবন থেকে
ঠিক কর্পূরের মত
ছুঁতে গেলে হয়ে যাবে ডাফ্নির মত লরেল গাছ
রক্ত ধারা কখনো থেমে থাকে না, প্রবাহমান
ঠিক নদীর মত
আর আত্মা
গভীর সমুদ্রের চোরা স্রোতের মত
চোখে দেখা যায়না।