তেল নীতিতে সুখ খুঁজি না-লোকে বলে রুক্ষ তাই,
তৈলাক্ত এই প্রেমের বাণী-ছুঁয়ে থাকুক রূপকথাই।
চন্দ্র তত্ত্বে বামন হবো - নষ্ট আলোয় চাই না সুখ,
তন্ত্র-মন্ত্র নাগরদোলায় - আবেগে ভাসাই না বুক।

তেলের গ্যালন যতই ঢালো-তেলেসমাতির চটকাতে,
তেল ফুরালে বুঝবে তুমি- ছিলে কেমন চর্চাতে।
বিত্ত বিলাস চাকচিক্যময় - তেলের দামে কেনা সব,
চিত্ত তোমার তেলের ফাঁদে - তেল দিলে কি পাবে রব?

তেলে হয়তো পদোন্নতি - লোক ঠকানোর একটা পথ,
তেলবাজির এই কারসাজিতে - ভ্রষ্ট হবে জীবন রথ।
_____