যখন ভাবি আমার সাথে চলা স্বার্থপর
মানুষদের সংখ্যা কত হতে পারে ?
তখন নিজের আঙ্গুলটা নিজের দিকেই ইশারা করে।

আমি সাতাঁর কাটি আমার ভিতর সত্য অন্বেষণে।
স্বার্থের জায়গাটিতে আমিও যে স্পষ্ট নই,
আমিও তো সবার মতই বিনিময় বুঝি।

শুধু কেউ কেউ সৌজন্যবোধ বিসর্জন দিয়ে স্বার্থপর হয়।
আর আমি সেটা পারি না বলেই হয়তো স্বার্থ আর
সম্পর্কের এক গোলক ধাঁধাঁয় আটকে থাকি।

আমি স্বার্থপর নই তবে নিজেরটা বুঝি,
আমি সম্পর্কহীন নই তবুও সম্পর্ক খুঁজি।
সম্পর্ক আর স্বার্থ বিলাসীতায় এক সাপলুডু জীবন।
______________________________