কাঁটা-
যতই তুমি আদর খুঁজো আঘাত তোমার গায়ে লেখা,
যতই তুমি কাউকে খুঁজো জীবন তোমার যাবেই একা।
কষ্টের গায়ে কষ্ট মেখে তুমিও তবে কষ্ট লেখো,
লোকে কেন কষ্ট পুষে আবার না হয় তুমিও শেখো।
জানো-
এই কথাটাই বুঝাতে গিয়ে হয়েছিলাম কাঁটা সমান,
বহুযুগ বিষাদে হেঁটে দিয়েছিলাম তারই প্রমাণ।
তবুও যে ক্ষতচিহ্ন আমাকেই বিবাদী করে,
কাঁটারও যে কষ্ট আছে ক'জনার তা মনে ধরে।
জীবন -
বাহিরে তার বর্নাঢ্য ভাব কে দেখেছে ভিতরটাকে,
প্রেম তারে কয় সত্য বটে মন হারালে মনের বাঁকে।
কষ্ট কাঁটা আঘাত ভেবে কে পেরেছে ছাড়তে তারে,
আপন হয়ে সেই তো আছে কেউ কখনো চায় নি যারে।
কাঁটারও যে অন্তর আছে,
প্রেম ছাড়া কী কাঁটাও বাঁচে?
_____________________________________________
সৌদি আরাবিয়া।