_যুদ্ধ এখনো শেষ হয়নি_
_____________ বিপুল চন্দ।
আমি মুক্তিযুদ্ধ দেখিনি রে দিদি, তোকেও দেখিনি,
তোর জন্য মায়ের আহাজারি দেখেছি অশ্রু দেখেছি
মায়ের মুখে শুনেছি সেদিনের ভয়াবহ নির্মমতার কথা।
বাবাকে না পেয়ে যেদিন তোকে ধরে নিয়ে যায়,
সজোরে লাথি মেরেছিলো মায়ের বুক বরাবর।
সে ব্যথায় এখনো মা ছটপট করেন প্রায়ই,
মাঝে মাঝে নিশ্বাস নিতেও কষ্ট হয় ভীষন।
পায়ে পরপর দুটি গুলি লেগে আহত বাবা ফিরেছিলেন
তোর জন্য লাল সবুজের পতাকা নিয়ে,তুই দেখলি না।
অথচ স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর পরও বাবা
খুড়িয়ে খুড়িয়ে হাঁটেন একটু স্বাধীনতার জন্য।
জানিস দিদি, যে বাবা তোকে হারিয়েছেন পঙ্গু হয়েছেন
দারিদ্র্যকে বরন করেছেন হাসি মুখে দেশের জন্য,
সেই দেশের মানুষ আমাদের উপর নির্যাতন করে
ক্ষমতার দাপটে সাম্প্রদায়িক বৈষম্যের দেয়াল আঁকে।
তুই বল দিদি_
বিজয় মানে কি শুধুই শহীদ মিনার ফুলে ফুলে ভরে দেওয়া?
বিজয় মানে কি শুধুই একদিনের চোখ ধাধানো অনুষ্ঠান মাত্র?
বিজয় মানে কি শুধুই ফেস্টুন ব্যানারে রাজপথ ছেয়ে দেওয়া?
বিজয় মানে কি শুধুই ফেইসবুকে পতাকার প্রফাইল পিকচার?
বিজয় মানে কি শুধুই দীর্ঘ একটি কবিতার পাতায় সীমাবদ্ধ?
এখনো যুদ্ধ শেষ হয়নি রে দিদি, বিজয় এখনো অনেক বাকী।
আজও হায়েনাদের মতো ঘর থেকে তুলে নেয়া হয় নববধূকে,
আজও ধর্ষিত হয় চার পাঁচ বছরের শিশু থেকে কিশোরী যুবতীরা,
আজও ক্ষমতার আগুনে পুড়ে নিরীহ মানুষদের ঘরবাড়ী দোকান।
আজও দিনশেষে বাড়ী ফেরার অনিশ্চয়তায় জীবন চলে,
আজও ভোটের অধিকার অসহায় অস্ত্র আর কালো টাকার হাতে।
বিজয়ের মানে যতই বিকৃত হোক প্রকৃত বিজয় একদিন আসবেই।
সেদিন সিঁথিতে ঘন সিদুঁর মেখে নববধূ নাইওর যাবে নির্ভয়ে,
সেদিন ছোট বোনটি হাসিমুখে শাপলা তুলতে যাবে ঝিলের পাড়ে।
সেদিন মুসল্লিরা পকেটে নয় মাথায় টুপি দিয়ে রাজপথ দিয়ে হেঁটে যাবেন,
সেদিন আর কালো টাকায় কলংকিত হবে না দেশের অর্থনীতি।
তুই দেখিস দিদি একদিন আমাদের সোনার বাংলার স্বপ্ন পূরন হবেই।
বিজয় সেদিন কোন প্রতিষ্ঠানে নয় প্রতিষ্টিত হবে হৃদয়ে হৃদয়ে,
সেদিন তুই আর তারা হয়ে আকাশে থাকবি না রে দিদি,
তুই থাকবি সকল বিজয়ে মুক্তির হাসি হয়ে।
ততদিন ত্রিশ লক্ষ শহীদের ভীড়ে তুইও ভালো থাকিস রে দিদি।
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"
আমি আমার দিদিকেও ভালোবাসি,অনেক ভালোবাসি।
_____________________________________________________