বাঁচতে ভুলে গেছি
বিপুল চন্দ
______________
অধিকার কিনতে
গুম হয়ে যায় পিতা
কত আঁচল
কলঙ্কিত হয়,
অধিকারের ক্ষণ
চাওয়াতে বোনের
লাশটা গাছের ডালে
ঝুলে রয়।

ভাইয়ের নামটা
লিপিবদ্ধ হয়
থানার ফেরারী
ডায়রীতে,
ছুটতে ছুটতে
সত্য আর সততা
নিজেকেই পারছেনা
চিনিতে।

লুট হয়
তিলে তিলে
সাজানো ঘরটা
দখল হয়
বসত বাড়ি,
ক্ষমতার কাছে
এটাও জেনে নিতে হয়
করা যাবে কি না
একটু আহাজারি?

সবাই জানে
আমিও
জেনে গেছি আজ,
মিথ্যে এখন
মানুষ পরিচয়,
বড় বড় বাণীতে
পৃথিবী
চলে না আর
বড় বড় পাপীদের
হাতে হচ্ছে
লাঞ্চিত হৃদয়।

খিল পড়েছে
চোখে মুখে কানে
শিকলে পা দুটোও বেঁধে রাখি,
ভুলে যাই
বাঁচতে চেয়ে
মৃত্যুকেই যে কাছে ডাকি।
অথচ
একটা মৃত্যু চাইলেই
বহুকাল
বাঁচার আশা রাখি।
____________