মাঝে মাঝে তোর হাত টা ধরতে ইচ্ছে করে
কিন্তু সাহস হয়না।
মাঝে মাঝে তোর সাথে হাঁটতে ইচ্ছে করে
কিন্তু কখনই সময় হয়না।
মাঝে মাঝে তোর কবিতার
সিক্ত নীলাম্বরী হতে ইচ্ছে করে
কিন্তু বলতে পারি না।
তুই তো জানিস
সেই ছোট্র বেলা থেকেই আমি বড্ড ভীতু।
পারবোও না কখনো
তাই তুই সুযোগ দেওয়ার পরেও আমি পারিনি
ইচ্ছে গুলো পূরন করতে।
সময় শুধুই ইচ্ছে গুলোকে
চাপা দিয়ে রেখেছে সযত্নে
কিন্তু মুছে দিতে পারেনি মন থেকে।
তাই আমি প্রতীক্ষায় থাকি
আবার কোন একসময়ে সেই সুযোগের।
তুই তো জানিস চেনা মুখগুলো রং পাল্টাচ্ছে ?
লাল থেকে নীল...নীল থেকে সবুজ
হলুদ...কমলা...আকাশী...বেগুনী...ধূষর
হাজারো রঙে বদলে যাচ্ছে তারা।
পাল্টে যাওয়া মানুষ একজন নয়
দলে দলে সবাই পাল্টাচ্ছে।
সাদা...কালো থেকে রঙিন হচ্ছে।
মাঝে মাঝে কষ্টটাকেও
উপভোগ করতে জানতে হয়।
আমার কষ্ট হচ্ছে তাদের বদলে যাওয়া দেখে।
কারন ধীরে ধীরে তারা অপরিচিত হয়ে উঠছে আমার কাছে।
তবুও আমি মুগ্ধ হয়ে রঙের খেলা দেখছি।
তুই তো জানিস, আমি বড্ড ভীতু
সেই ছোট্র বেলা থেকে।