“ভাল্লাগেনা এই শহরে”
-বিপ্রতীপ অপু
একটি সকাল এমন করে
ন্যূয়ে পড়ে পায়ের কাছে
হৃদয় খুলে স্নিগ্ধ আলোয়।
ভিজবো বলে
শার্শি খুলে যেই চেয়েছি
দিগন্তের ওই শেষ সীমানায়
জলের কাছে আকাশ যেথায়
নিত্য চুমু ভালবাসায়।
মেঘ মাদলে হল্লা করে
পাহাড় চূড়ায়
পাতারা সব হোলি খেলে
কুজ্ঝটিকায়
একটু পরেই বৃষ্টি নামে
কার উঠোনে!
কান্না ভেজা কোন রমণীর
সিঁদুর পোড়ে কোন বাসরে
ব্যপ্ত জীবন থমকে থামে
কোন নগরে;
কোন কিছুই ভাল্লাগেনা
এই শহরে।