ওদিকে যাবেন না মহাশয়,
ওখানে বোধের চর্চা হচ্ছে।
ওই যে যারা বসে আছেন চক্র হয়ে
চায়ের পেয়ালা হাতে,
মধ্যমা-তর্জনী দিয়ে টুটি চেপে ধরা
তামাককাঠির সরেস ধোঁয়ায়
অবিরত উড়িয়ে চলেছেন সভ্যতার কপোত
তাঁরা সবে জ্ঞানের পাহাড়।
আপনি মুসিক,
গা বাঁচিয়ে বরং এক'পা দু'পা করে কেটে পড়ুন।
অথবা এটুকু করতে পারি আপনি আগন্তুক বলে,
বরং হস্ত পদযুগল যথার্থ প্রক্ষালনপূর্বক এসে লাইনে দাঁড়ান।
দূর হতে অবলোকন করুন
কী কী উপায়ে সিদ্ধি লাভ করতে হয়।
ইশারার খেলায় যদি আপনি জিতে যান
তবে আসন গ্রহন করুন হে তাপস!
আমরা অধীর আগ্রহে আপনারই অপেক্ষায়।
আসুন,আমাদের পদলেহন করুন।
বাঁদরের মতো দুহাত কচলে উপড়ে ফেলুন অই হস্তরেখা।
যেখানে ভাগ্য নামক বিধাতার কারসাজিতে
পদে পদে বাঁক নিয়েছে শাস্ত্রজ্ঞ জ্যোতিষী।
আপনি আপনার চাতুর্যময় গদ্য-পদ্য এখানে উপস্থাপন করুন,
আমরা এই রস রাজ্যের অমাত্য বর্গ,
আমরাই সেঁটে দেবো আপনার কপালে
বুজুর্গের সীলমোহর।