যুগ-যুগান্তরের সঞ্চিত অনুভূতির জানালায়
উঁকি দেয় দাঁড়কাক,
ন্যুব্জ হয়ে বেঁচে থাকার অপর নাম হোক
শূককীটের জীবনবৃত্তান্ত।

ঝরা পালকের আর্তনাদের মতো
ঝরে পড়ি প্রতিদিন ব্যস্ত কক্ষ পথ হতে-
সুনিবিড় ছায়া পেরিয়ে পৌঁছানো হয়না
কোনো গন্তব্যে।

শিরদাঁড়া বেয়ে অতলান্তে নেমে যায়
ক্লান্ত-শীতল রাত
দিনশেষে জমা হয় মূল্যহীন পথচলা।
কি এমন দায় বলো,
জীবন নামক বাহন টেনে নেওয়ার
যদি না থাকে ফিরে আসার দায়।