"নস্টালজিয়া"
-বিপ্রতীপ অপু
তোমার সালোয়ার রঙা সূর্যটা তখন
গুমাইবিলের শিথানে
বুক চিরে চলে গেছে যে পথ
সেটি এবড়ো থেবড়ো এবং
কিছু পর পর বাঁক।
গাড়িটি চলেছে তীব্র বেগে-
স্মৃতিরা চলেছে পাল্লা দিয়ে তারও আগে আগে।
বক গুলো বসে ছিল ঠিক আগের মতোই
যেন কত সহস্র যুগের ধ্যান-এ আর ভাঙার নয়।
জলে নুয়ে পড়া লতাটি আজ জানতে চেয়েছিল
তুমি কেমন আছো।
কী জানি আজকাল তোমার গোলাপী চিবুকে
রোদ ঝলকায় কী না
ঠোঁটে লেগে থাকে কী সেই রহস্যময় তৃপ্তির হাসি?
পাহাড়ের কপাল ছুঁয়ে উড়ে যায় ছাই রঙা মেঘ
আমিও ছুটে চলি যাপিত যান্ত্রিক জীবনে
যেখানে দূরত্বই একমাত্র সমাপ্তি।