প্রাণের ভয়ে ভীত হয়ে মুষড়ে পড়তে পড়তে
একদিন তলিয়ে যাবো
দুঃশাসনের কালো ধোঁয়ার গভীরে
আমরা হারাবো নাগরিক অধিকার।
আমি বলবো কণ্ঠ ছেড়ে গাও
তারা বলবে টুটি টিপে ধরো
আপনি তৃতীয় চোখ;বলবেন-
তোমার সঙ্গীতের সময় বেঁধে দিলাম।
তুমি সুশীল প্রগতির কাণ্ডারী
কেন তবে ঝামেলা পাকাও?
যদি সন্তর্পণে কুপিয়ে জখম করে তোমার দেহ
কে দেবে আশ্রয়;
তুমি বরং ঘরে ফিরে যাও।
আমি ঘরে ফিরে যাবো,
পেছনে পড়ে রইবে মলিন স্মৃতি সৌধ
দাঁত বের করে ক্রূর হাসি হাসবে
অকুতোভয় নুর হোসেন অতঃপর আবু সাঈদ।
এভাবেই একদিন
আমার সকল দুয়ার আগলে দাঁড়াবে
নষ্টের দল।