চোখে চোখ রাখো
চেয়ে থাকো অপলক
দৃষ্টির নান্দনিকতায়
তুলে নাও যত ভূত-ভবিষ্যৎ।
হাতে হাত রাখো
রেখায় রেখায় লাগুক বাজি
ভাগ্যের নির্মম ধাঁধায়
আয়ুষ্মান হোক প্রতিটি প্রহর।
ঠোঁটে ঠোঁট রাখো
ভুলে-ভালে পড়ো সব পদ্য
জাগতিক বলয়ে জেগে থাক সবে
তুমুল ঝঞ্ঝায় ভাঙুক নৈঃশব্দের কুহর।