শুভ্র কাশের বন ছুঁয়ে যায়  ঘ্রাণ
সোনালী ধানের শীষে এলো অঘ্রাণ।
কৃষকের ঘর জুড়ে পড়ে গেছে সাড়া
উঠোনে বিছিয়ে আছে ধান ভারা ভারা।

সাজ সাজ রব ওঠে পুরো গাঁ জুড়ে
আবার নবান্ন এলো বছর ঘুরে।
বছরের লেনদেন হিসেব নিকেশ
সোনার ধানের ঘ্রাণে নিমেষেই শেষ।

আশায় আবার যেন সুখের বাতাস
বয়ে চলে কিষাণের স্বপ্ন আকাশ।
গাঁয়ে গাঁয়ে চলছে সাজ সাজ রব
নতুন চালের  হবে পিঠা উৎসব।

সোনালী মাঠ জুড়ে আমনের দোল
ভরে ওঠে বাংলার শ্যামলিমা কোল।
কিষাণীর বুকে দোলে স্বপ্ন রঙিন
দীর্ঘ খরার পরে আসবে সুদিন।

কুয়াশা চাদর দিয়ে ঢেকে চারিদিক
হেমন্ত ডাকছে আয় আয় শীত।
কার্তিক ফুরিয়ে এলো অঘ্রাণ
বাতাসে বাজছে শীতের আগমনী গান।