খেলাঘর
বিপ্রতীপ অপু

এসো বর-কনে খেলি আজ
তুমি হবে কনে দেখা রোদ
এলিয়ে পড়ো কলা পাতায়
ছুঁয়ে যাক প্রেম প্রেম বোধ।

স্নিগ্ধ বিকেল হয়ে নামো
নাগরিক রোদ মেখে গায়
কদমের ফুলঝুরি পরে
কনে সাজো এই বর্ষায়।

জারুলের ডালে চুপচাপ
মাছরাঙা বসে আছে ঠায়
শালিকেরা ঝগড়ায় মশগুল
এক ধারে খোঁটে বাঁধা নায়।

পারাপারে নেই কোনো যাত্রী
ভাতঘুম ঘুঘু ডাকা দুপুরে
ছুটে চলা দুরন্ত শৈশব
হাঁসেদের জলকেলি পুকুরে।

আমি বর তুমি কনে হবে আজ
আমাদের খেলাঘর কুটিরে
সাজাবো স্বপ্নের সংসার
লাল ফিতে আলতা নুপুরে।