এক বিকেলের পদ্য
বিপ্রতীপ অপু

তোমাকে ভালবাসবার আগে মেপে নেওয়া হয়নি পৃথিবীর দূরত্ব
দূরগামী পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফের শরীর ছুঁয়ে
আছড়ে পড়া রোদের মতো কখনও কখনও
তুমি খুব কাছে আসো।

জাফরান আবির ছড়িয়ে দাও প্রকৃতির বুকে
আবার কখনো বাতাসে জাগাও ফাল্গুনি নেশা
মৃদু হাওয়ায় তেঁতুল পাতার কাঁপুনি অধরে
অথচ তুমি তাকিয়ে আছো আকাশের পানে।

আজকাল আর কিছুই দেখা হয় না আমার;
না সূর্যোদয় না সূর্যাস্ত
মেহগনি ডালে ভোরের পাখিদের কিচিরমিচির
কিংবা নূরের হাওয়া গায়ে মেখে
পশ্চিমে উড়ে চলা অজস্র কাক
কিশোরীর সলজ্জ হাসির মতো ঝিলিক দিয়ে সূর্য ওঠে
নেশাতুর ডালিয়ার সহাস্য পাপড়ি গুলো
খুব করে চায় ছুঁয়ে দিই।

কিছুই হয় না আর প্রেমে কিংবা অপ্রেমে
লতার মতো জড়িয়ে আছি কাঁটা বনের মায়ায়
যেখানে জড়াতেও রক্ত ক্ষরণ
ছাড়াতেও রক্ত ক্ষরণ।