এভাবেই মানুষ হারিয়ে যায়
চলে যায় দেশ থেকে দেশান্তরে,অথবা
লোকালয় থেকে তেপান্তর
খুঁজে পায় না তাকে আর কেউ,
না কোনো চায়ের আড্ডায়
না শরীরে, না গল্পের খোরাকে
এভাবেই মানুষ হারিয়ে যায়
চলে যায় দেশ থেকে দেশান্তরে,অথবা
লোকালয় থেকে তেপান্তরে।
দলে দলে চলে যায় সীমানা পেরিয়ে
যেখানে অপেক্ষা করে তার প্রিয়জন
অথবা কোনো সুবোধ সমাজ ব্যবস্থা
নিরাপদ আশ্রয়ের আশ্বাস পেয়ে আর
নিশ্চিন্ত বেঁচে থাকার বিশ্বাস নিয়ে,একদিন-
এভাবেই মানুষ হারিয়ে যায়
চলে যায় দেশ থেকে দেশান্তরে,অথবা
লোকালয় থেকে তেপান্তরে।
ফেলে যায় তার স্ব হস্তে রোপন করা
প্রিয় কোনো গাছ, অথবা আজন্ম লালিত স্বপ্নে
তিলে তিলে গড়ে তোলা বিশ্বস্ত কোনো মাতৃভূমি
থাকে না তার আর কোনো পিছুটান,না কোনো মায়া।
যেখানে জন্মেছে সে,
সে মাটিও একদিন লজ্জায় মাথা হেঁট করে
স্বেচ্ছায় হারাতে দেয় তার কোলে জন্ম নেওয়া সন্তান কারণ
সে বোঝে অনাচারের চেয়ে নির্বাসন সহস্র গুণ ভাল।
এভাবেই মানুষ হারিয়ে যায়
চলে যায় দেশ থেকে দেশান্তরে, অথবা
লোকালয় থেকে লোকান্তরে।