বর্ষা মেয়ে
বিপ্রতীপ অপু

বর্ষা তোমার অশ্রুধারা
দেখতে ভারী ছড়ার মতো
ছন্দে ছন্দে মাতিয়ে রাখো
সকাল বিকাল অবিরত।

বর্ষা তোমার নূপুর বাজে
সকাল দুপুর কিংবা সাঁঝে
সুরের ধারায় ব্যাকুল মনে
সুখ সুখানির বীণা বাজে।

বর্ষা তোমার শাড়ীর আঁচল
মাটির প'রে বিছিয়ে দিয়ে
ঝরতে থাকো মনের মতো
সুরের ধারায় ছন্দ নিয়ে।

বর্ষা তোমার প্রহেলিকায়
কাঁদছে দেখো অম্বালিকা
বাঁধন হারা নীল আকাশে
মেঘবালিকা বড্ড একা।

বর্ষা তোমার অলক জুড়ে
কনক চাঁপার বাহারি রং
এলিয়ে পিঠে নিচ্ছ ধুয়ে
সাজিয়ে রূপের বেসাত আড়ং।

বর্ষা তোমার হৃদয় জুড়ে
হিম পাহাড়ের ঘোর আবাহন
রিমঝিমিয়ে পড়ছ ঝরে
জলের বুকে খুব সারাক্ষণ।