বিকিকিনি
বিপ্রতীপ অপু

হিমালয়ের চূড়ায় অমন
শীতল করা জলের ধারা
কোন ফাগুনে তোর কাননে
ঝরে এমন ফল্গুধারা!

একলা ভাবিস কার কথা তুই
হরেক রকম ভান ভণিতায়
মুখ পুড়ি তোর নাকের নোলক
কোন বাজারে সুলভ বিকায়!

সস্তা রাতে আস্ত হাতে
চেপে ধরিস বুকের মাঝে
নিশি ডাকের গহন তালে
রাগ ভৈরবী বেহাগ বাজে।