ক্রমশঃ দূরে সরে যাচ্ছি কোলাহল হতে
তোমাদের হাতে সঁপে দিয়ে সকল ব্যস্ততা
পরিযায়ী শহরের ভাঁজে পড়ে থাক যত ইতিহাস
আমি পরিপূর্ণ মানুষ হতে চললেম।
ভেতরে একরাশ ক্লান্তি এবং বিষাদে ভরা পেয়ালা
ক্ষয়ে যাওয়া সময়ের ফি বছরের হিসেব নিকেশ
সূদে আসলে শোধ দিয়ে চলে যাবো বহুদূরে
তোমাদের কোলাহল ছেড়ে।
পড়ে থাক চায়ের কাপে ধুলো ওড়া বিকেল
অথবা অমূদ্রিত বেদনার পান্ডুলিপি ঠাসা ঝোলা
পথ ভোলা পথিকের ভুলে ভরে থাক পথ চলা
নিবিড় পরিচর্যায় সমাপ্তি হোক কিছু ভুলের।
চড়া মূল্যের বাজারে কিছু অপ্রাপ্তি বিকিয়ে
শোধ দেবো তোমাদের অজস্র পুরোনো দেনা
ভুল পথে রাত গোণা ভুল আকাশে চাঁদ
পৃথিবীর ভুল পথে ছেয়ে থাক বিষাদ।