বেলুনে প্রেম ভরে স্বপ্ন ওড়াই মহাশূন্যে
এক আকাশ ইচ্ছেরা নিমেষে হয়ে যায়
চোখের আড়াল।
বুকের পারদের কাঁটা নেমে আসে
হিমাঙ্কের যবনিকায়।
কী করে বোঝাই তাকে
সংজ্ঞায়িত সকল খেলার নাম ছলনা।
বোধের ধুলোয় মিশে যেটুকু মায়ায় ঘিরে
ইচ্ছেরা করে বসবাস,
সেখানেই পড়ে থাকে অযত্নে বেখেয়ালে
ভালবাসার অপাঠ্য সিলেবাস।