অনেক দূরে-
লোক লোকারণ্যের অন্তরাল স্থানে
গহীন পর্বত মাঝ ৷
দিবা যামী ধ্যনীবেশ, মৌনী ভাব ৷
তোমাকে আসতে হবে,হবেই ৷
বর নয় মোর অভিপ্রায়,
অমরত্বের লোভ লোভী করুক ৷
জনো তো করিম মাঝিটা গরিব-
হায় তার একমাত্র ছেলেটি জন্মান্ধ ৷
কী দোষে তার এই হাল ?
আমাকে জানতে হবে কোন সে কারণ ?
কেন তার দেখা বারণ ৷