চিন্তায় ভুল ছিল
বৃষ্টির জল সদেনি শুধু আমার শরীর ভেজায় নি
ভিজেছিল চার রাস্তার ঐ কুকুরটি,
ডুবে গিয়েছিল মাটির রাস্তা, পুকুর পাড় ৷
চিন্তায় ভুল ছিল
আয়নায় বিম্বটি আসলে আমি ছিলাম না
আমার প্রতিকৃতি ছিল ৷
আমার রক্ত ঝরলেও তার ব্যথা লাগে নি ৷
"দেবতা" শুধুমাত্র আমার ছিলেন না
তিঁনি তো সর্বদা সবারই
শুধু শুধু একান্ত নিজের কল্পনা করেছিলাম ৷
চিন্তায় ভুল ছিল ৷
রচনাকাল
০১/০৮/২২