তৃষ্ণার কোন নিবারণ নেই
সকল বারি শুষে নিয়েছে
উগ্র সূর্যটি ।
(দ্বারে দ্বারে ঘুরে একফোটা জল পেলো না
দাড় কাক টা)
ঐ অনেক দূরে কি যেন-
অনেক- অনেক বড় পাখি হেটে যাচ্ছে
না, পাখি না পাখির বড় আকৃতি ।
এত মানুষ - বড় উৎসব
আমারই প্রজাতি মানুষের ভীড়ে!
আহা, আমি যদি থাকতে পারতাম ভীড়ের মাঝে
কাঠ ফাটা রোদে এক গ্রাস ঠান্ডা জল
আর কি চাই
জীবন আমার আটকে আছে
তৃষ্ণা আর বিতৃষ্ণার মাঝে
আমারে এক গ্রাস জল দাও
না হয় একটু পানি দাও