বরাবরেই তোমার শেষ সংলাপ-
কিছুনা, ধন দৌলত কিংবা অট্টালিকা
বাড়ি কিংবা গাড়ি, শুধু ভালোবাসা
ভালোবাসা চাই।
মনে মনে ভাবলাম নির্ভরযোগ্য
এবং দুর্লভ এক প্রেমিক, তার পরেও বলি-
এ অতি শঙ্কাপূর্ণ
সৃষ্টি নতুবা ধ্বংস অনিবার্য, দাতাকে করে অন্তঃসারশূন্য
গ্রহীতাকে করে অবিশ্বাসী।
আমি বাস্তববাদী, তাই দিতে চাই যৌবন
যেখানে আছে প্রাণ!
তিরস্কারে ফিরিয়ে দিয়ে
বললে, মাংসলোভী, রক্ত পিপাসু।
হয়তো নয়, তার পরেও বলি হলে ক্ষতি কি
জীবন দর্শনে ব্যর্থ পুরুষ মাত্রই তাই ভাবে
তাই বলে আত্মঅহংবোধ আমারও কি কম!?
তৈরী হলাম-
দেহের সমস্ত শক্তি কেন্দ্রীভূত হলো
তান্ত্রিক সাধনে মস্তিষ্কে প্রেরিত হলো
তোমার নাম
হৃদপিন্ডে স্থাপিত হলো তোমার অবয়ব
চিত্তে গড়ে উঠলো তোমার দেহের দালান
শিরায় শিরায় অনুভব করলাম তোমার উপস্থিতি
নিশ্বাসে নিলাম তোমার দেহের স্বজাত তীব্র ঘামের গন্ধ
প্রতিটি হাড়ের ক্যালসিয়ামের অনুতে
সেঁটে দিলাম তোমার রক্তের বীজ
সমস্ত আমাকে সাজিয়ে দিলাম
তোমার মতো।
আ ত্ম ম গ্ন তুমি টের পেলেনা কিছুই।
আমি আজও ভাবি
তুমি আসলেই আমার ছিলে কিনা?