আজন্মকাল দেখছি, এত কাছ থেকে
তুমি পূড়িয়ে পুড়িয়ে আমায় পাকাপোক্ত করেছ
বিনাশী হতে পারনি
সূর্য্য কি এমন পোড়াবে সে নিজেই পুড়ে মরে
তবে আমি সুবোধ-
পোড়াতে কিংবা প্রতিশোধ নিতে আসিনি
আমি প্রতিশোধ কিংবা পোড়াতে আত্মতৃপ্তি পাইনা
আমি সুবোধ তোমাকে শুধু বোঝাতে এসেছি
যে পুড়তে জানেনা
পরম শীতলতার শেকড় সে খুঁজে পাবেনা
আমাকে অনেকেই পুড়িয়েছে
ব্রম্মপুত্র থেকে শুরু করে কিনাম যেন মিসিসিপি
হোয়াংহোতো আমার জীবনের দুখজ্বালা হয়েই রইলো
এভাবে পূড়তে পুড়তে আমি
কর্ণফুলীর বুকে ডুব দিয়ে খুঁজেছি শীতলতার শেষ আশ্রয়
পোড়া কিংবা কান্না আমার থামেনি ঠিকিই
তবুও এখানে পেয়েছি খুঁজে আমার পূর্বপুরুষের ধ্বংসাবশেষ
�ংসাবশেষ
পেয়েছি খুঁজে তাদের অতৃপ্ত আত্মাদের ফিসফিসানি
এ খবর হইতো খেউ রাখেনা
ব্রম্মপুত্র এখনো আমায় তাড়া করে পোড়ানোর আশায়
এক মানবী এক জন্মে এমনকি পোড়াবে
আমি সুবোধ- তুমিই বা কি এমন পোড়াবে
পুড়তে পুড়তে আমি এখন পোড়াতেও পারি
কিন্তু পোড়ানোতো আমার স্বভাব নয়
আমি সুবোধ- পোড়াতে আমি ঢের পারি
সূর্য্য আমায় পোড়াবেই বা কি
তবে, তোমার অবহেলা এবং প্রেমারা
আমাকে ভীষণরকম পোড়াবে।