অকারণে ডাকো তুমি
কিভাবে ফিরিয়ে দেবে প্রেমভূমি?
প্রেম এখন পশুদের কারাগারে
প্রমিথিউসের ভালবাসারা শকুনের জঠরে।  
কেন ডাকো?
বধির সব কান নিয়েছে চিলে  
অন্ধ সব চোখ খেয়েছে গিলে

আজ নিষিদ্ধ ঈশ্বর মানুষের হৃদয়ে।

আহ্‌! হৃদয় করে শূন্যে হাহাকার
মাংসের ভেতরে কেবল প্রেতাত্মার চিৎকার
অন্ধকারে যৌবন খাদক ভবঘুরে রাম রহিম
ঈশ্বর নাচে তার হাতের ঈশারায় খেয়ে আফিম

আজ নিষিদ্ধ ঈশ্বর মানুষের হৃদয়ে।

কবিতার শরীরে মানবতার গন্ধ
মানুষের শরীরে পশুর গন্ধ
তুমি ডাকলেই আমি আসবোইবা কেনো
পশুত্ব রোগে আক্রান্ত পৃথিবী আজ দোজখ যেনো  

অকারণে ডাকো তুমি
তোমার দাসত্বের লোভে
তোমার অতৃপ্ত বাসনার ক্ষোভে
আসবো কেন তোমার ডাকে
ভালবাসার বিসর্জন দিব কেন তোমার ডাকে
জটিল, কুটিল তোমার হৃদয় জগৎ

কারণ, নিষিদ্ধ ঈশ্বর মানুষের হৃদয়ে।